রংপুরে নির্মানাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

রংপুরে নির্মানাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ♦ রংপুরে নির্মানাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এরা হলেন, রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের আব্দুল মান্নানের ছেলে হুমায়ুন আহমেদ (৩২) ও নগরীর বখতিয়ারপুর এলাকার সামসুল হকের ছেলে লিটন মিয়া (২৪)। শুক্রবার (২৩ জুন ) সকালে নগরীর চেয়ারম্যান মোড় ছিট কেল্লাবন্দ এলাকায় এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন মেট্রোপলিটন হাজীরহাট থানার ওসি রাজিব বসুনিয়া। 
তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, শুক্রবার সকালে ছিট কেল্লাবন্দ এলাকার এনামুল হকের নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক পরিস্কার করতে নামে রাজমিস্ত্রি হুমায়ুন। সেখানে জমে থাকা গ্যাসে তিনি অচেতন হয়ে পড়লে তাকে বাঁচাতে ট্যাংকে নেমে পড়েন অপর শ্রমিক ছোটন। সেখানে দুজনই অক্সিজেন স্বল্পতাসহ জমে থাকা গ্যাসে শ্বাসকষ্টে মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুই নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেন। পরে পুলিশ এসে হুমায়ুন ও ছোটনের লাশ থানায় নিয়ে আসে।
বাড়ির মালিক এনামুল হক বলেন, সেপটিক ট্যাংক গত ২৫ দিন আগে নির্মাণ করা হয়েছিল। কিছু কাজ বাকী থাকায় সকালে শ্রমিকরা ট্যাংকে কাজ করতে নেমেছিলেন।    
হাজীরহাট থানার ওসি রাজিব বসুনিয়া বলেন, সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করার সময় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ না থাকলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।