ঋণ নিচ্ছে দেশের অনেক ব্যাংক

ঋণ নিচ্ছে দেশের অনেক ব্যাংক

নিউজডোর ডেস্ক ♦ তারল্য সংকটের ফলে এখন অনেক ব্যাংক নিচ্ছে ঋণ। গেল বুধবার ব্যাংকগুলোর স্বল্পমেয়াদী ঋণের অবস্থান দাঁড়িয়েছে ৪৪ হাজার ৫৫২ কোটি টাকা। সাধারনত ব্যাংকগুলোর এতো বেশি পরিমাণে ঋণ গ্রহণ দেখা যায় না।

এর প্রধান কারণ হতে পারে, আমানত সংগ্রহ হ্রাস ও ঋণ খেলাপী। এছাড়াও বাংলাদেশ ব্যাংক থেকে ডলার কিনতে বড় অঙ্কের টাকা পরিশোধও একটি কারণ হিসেবে বিবেচিত।

ব্যাংকাররা জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংক করোনা বা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণ দেখিয়ে ঋণ পরিশোধে বিভিন্ন ছাড় দেয়। আবার বড় গ্রাহকদের একাংশ বছরের পর বছর ঋণ বাড়ালেও টাকা ফেরত দিচ্ছেন না। কারণে ব্যাংকের নগদ প্রবাহে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। গত ডিসেম্বর পর্যন্ত ব্যাংকিং খাতে লাখ ২০ হাজার ৬৪৯ কোটি টাকার ঋণ খেলাপি দেখানো হয়েছে। কিন্তু একই সময়ে দুস্থ বা ঝুঁকিপূর্ণ ঋণের পরিমাণ লাখ ৭৮ হাজার কোটি টাকা। যা মোট ঋণের ২৫ দশমিক ৫৮ শতাংশ। খবর: সমকাল