আজ থেকেই নতুন নিয়মে চলবে গণপরিবহন

বাসে যত সিট তত যাত্রী

আজ থেকেই নতুন নিয়মে চলবে গণপরিবহন

নিউজডোর ডেস্ক ♦ প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা অনুযায়ী আজ শনিবার থেকেই নতুন নিয়মে চলবে দেশের গণপরিবহন। স্বাস্থ্যবিধি মেনে যত সিট তত যাত্রী নিয়ে চলাচল করতে পারবে বাস তবে, কোনোভাবেই বাসে দাঁড়িয়ে যাত্রী বহন করা যাবে না। এদিকে লঞ্চ ও ট্রেন অর্ধেক আসন খালি রেখে চলাচল করবে। গণপরিবহনে চলাচলের সময় সকলকে মাস্ক ব্যবহার করতে হবে। বাসগুলোতে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করতে হবে। করোনার টিকা সনদ ছাড়া বাস চালাতে পারবেন না চালক ও শ্রমিকগণ। রেল সচিব ড. হুমায়ুন কবির বলেন, সরকারি নির্দেশনা মেনে শনিবার অর্ধেক সিট খালি রেখে ট্রেন যাত্রী পরিবহন করবে। বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায়, ট্রেন ও লঞ্চ অর্ধেক আসন খালি রেখে চলাচল করলেও ভাড়া থাকছে অপরিবর্তিত। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ গণমাধ্যমকে জানান, সবকিছু খোলা রেখে অর্ধেক আসন খালি রেখে বাস চলাচল করলে গণপরিবহনের সংকট তৈরি হবে। যাত্রীরা বাস পাবে না।