রংপুরে নানা অজুহাতে বাইরে মানুষ, চলছে ব্যবসাও

জরিমানা করে তাদের ঘরে রাখতে পারছে না প্রশাসন

রংপুরে নানা অজুহাতে বাইরে মানুষ, চলছে ব্যবসাও

স্টাফ রিপোর্টার♦ রংপুর নগরীতে কঠোর লকডাউনেও দিনের বেলা মানুষের চলাফেরা বেড়েই চলেছে। বাড়ছে যানবাহন চলাচল। দোকানপাটগুলোও একটি সাঁটার খুলে ব্যবসা চলছে। খাবার হোটেলগুলোতে শুধু পার্সেলের নির্দেশ থাকলেও ব্যবসায়ীরা তা ভঙ্গ করে বসে খাওয়ার ব্যবস্থা করেছেন। তবে সন্ধ্যার পরপরই সুনসান নিরাবতা বিরাজ করে নগরীতে।

নানা অজুহাতে ঘর থেকে বের হচ্ছেন লোকজন। জরিমানা করে তাদের ঘরে রাখতে পারছে না প্রশাসন। । রংপুর মেট্রোপলিটন, ট্রাফিক বিভাগ ও ডিবির মোট ২৫টি টহল টিম এবং ২০টি চেকপোস্ট বসিয়ে লকডাউন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্ট পরিচালনা করছেন। জরিমানা করা হয়েছে  ৪ লাখ ২৮ হাজার ৫০০ টাকা।

নগরীতে আসা মানুষের মধ্যে অনেকেই মাস্ক পরিধান করছেন না। না পরার কারণ জানতে চাইলে নানা ধরণের অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে চলে যান।

ডিবির সহকারী কমিশনার মো. ফারুক আহমেদ বলেন, রংপুর মেট্রোপলিটন এলাকায় লকডাউন মানাতে আমরা কাজ করে যাচ্ছি। যারা স্বাস্থ্যবিধি লঙ্ঘন করছেন তাদেরকে শাস্তি বা জরিমানা করা হচ্ছে।