রংপুরে তীব্র শীত ও ঘন কুয়াশায় নাকাল হতদরিদ্র মানুষ 

রংপুরে তীব্র শীত ও ঘন কুয়াশায় নাকাল হতদরিদ্র মানুষ 

মোঃ হাসেম আলী ॥ রংপুর তথা উত্তরাঞ্চলে ঘন কুয়াশার সাথে ঠান্ডা ক্রমাগত বেড়েই চলেছে। এতে করে হতদরিদ্র মানুষ শীত নিবারণে হিমশিম খাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত শীতার্ত মানুষের সহায়তায় কোন ব্যক্তি, সংস্থা কিংবা সরকারীভাবে শীতবস্ত্র প্রদানের তেমন কোন উদ্যোগ দেখা যাচ্ছে না।

জানা যায়, বৃহত্তর রংপুর এলাকায় গ কয়েকদিন তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছে। সেই সাথে বেড়েছে ঘন কুয়াশা। তাই কর্মমূখী মানুষেরা যেমন সমস্যা হচ্ছে, তেমনি দরিদ্র ও অসহায় মানুষদের শীত নিবারণে কষ্ট পেতে হচ্ছে। যদিও গত বছর শীতের শুরুতে রংপুরের প্রত্যন্ত এলাকায় গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণের ব্যাপক খবর পাওয়া গিয়েছিল। কিন্তু চলতি বছর এ ব্যাপারে তেমন সাড়া পাওয়া যাচ্ছে না। অনেকে অবশ্য করোনা ভাইরাসের কারণে এ ব্যাপারে উদ্যোগী হচ্ছে না বলে জানিয়েছেন। তবুও পরিস্থিতি বিবেচনা করে তীব্র শীত মোকাবেলার জন্য গরী ও অসহায়দের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবী হয়ে দাঁড়িয়েছে। 

রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মোস্তাফিজার রহমান বলেন, যেহেতু পৌষ মাস পড়েছে তাই স্বাভাবিকভাবে শীতের তীব্রতা একটু বেশিই থাকবে। শীতের তীব্রতা আরও বাড়তে পারে।