রোটারী ক্লাব অব রংপুর সেন্ট্রালের উদ্যোগে স্বাস্থ্য বিভাগের কাছে ন্যাজাল ক্যানোলা হস্তান্তর 

রোটারী ক্লাব অব রংপুর সেন্ট্রালের উদ্যোগে স্বাস্থ্য বিভাগের কাছে ন্যাজাল ক্যানোলা হস্তান্তর 

হাসেম আলী ♦ করোনায় আক্রান্ত সংকটাপন্ন রোগীদের চিকিৎসায় রংপুরে স্বাস্থ্য বিভাগের কাছে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা হস্তান্তর করা হয়েছে। রোটারী ক্লাব অব রংপুর সেন্ট্রাল ও ডানফোর্ড কানাডার যৌথ ব্যবস্থাপনায়  বুধবার বিকেলে রংপুর সিভিল সার্জন হিরম্ব কুমার রায়ের হাতে এ চিকিৎসা সরঞ্জাম তুলে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ, সহকারী সিভিল সার্জন ডাঃ কানিজ সাবিহা, রোটারী ক্লাব অব রংপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট আলী আসাদ, রোটারীয়ান মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, আতোয়ার রহমান, আবু সাঈদ, রফিকুল ইসলাম ফরহাদ, মঞ্জুর আহমেদ আজাদ, আমিরুল ইসলাম খোকনসহ অন্যরা। অত্যাধুনিক মানের এ হাই ফ্লো ন্যাজাল ক্যানোলার মাধ্যমে করোনায় আক্রান্ত রোগীদেরকে দ্রুত অক্সিজেন সরবরাহ করা যাবে।