মোদির আগমনে সাজছে সাতক্ষীরার শ্যামনগর

মোদির আগমনে সাজছে সাতক্ষীরার শ্যামনগর
নরেন্দ্র মোদি ( ছবি: সংগৃহীত)

নিউজডোর ডেস্ক ♦ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের খবর পেয়ে সাতক্ষীরার শ্যামনগরে মতুা সম্প্রদায়ের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সাতক্ষীরার শ্যামনগরে উপজেলার ১০ সহস্রাধিক মতুয়া সম্প্রদায়ের মধ্যে এখন আনন্দের সীমা নেই।

জানা গেছে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে দেশে আসছেন ভারতের প্রধনমন্ত্রী ভারতের নরেন্দ্র মোদি। এ সফরসূচির অংশ হিসেবে মোদির আগামী ২৭ মার্চ দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তের জেলা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুরে যশোরেশ্বরী কালীমন্দির পরিদর্শন করার কথা রয়েছে। এমন খবরে অন্যান্য মহলের মতো শ্যামনগরে বসবাসকারী মতুয়া সম্প্রদায়ের মাঝে আনন্দের জোয়ার বইছে, এবং তারা মোদির স্বাগতের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

সাতক্ষীরা জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৭ মার্চ শ্যামনগরের যশোরেশ্বরী কালী মন্দিরে আসবেন। এরই মধ্যে সেখানে তিনটি হেলিপ্যাড প্রস্তুত করা হয়েছে। মন্দির সংস্কারের কাজ চলছে পুরোদমে। খবর:সমকাল

ভারতের গণমাধ্যম আনন্দবাজার লিখেছে, “প্রধানমন্ত্রী সেখানে গিয়ে হরিচাঁদ-গুরুচাঁদকে প্রণাম করে এলে পশ্চিমবঙ্গের মতুয়া ভোট টানা বিজেপির পক্ষে সহজ হবে বলে মনে করছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।