গঙ্গাচড়ায় ইউপি সদস্যসহ ২ জন নিহতের ঘটনায় পৃথক ২টি মামলা দায়ের 

গঙ্গাচড়ায় ইউপি সদস্যসহ ২ জন নিহতের ঘটনায় পৃথক ২টি মামলা দায়ের 

গঙ্গাচড়া প্রতিনিধি ♦ রংপুরের গঙ্গাচড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে ইউপি সদস্যসহ ২ জন নিহত হওয়ার ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। বুধবার গঙ্গাচড়া মডেল থানায় নিহত ইউপি সদস্য আজিজুল ইসলামের পুত্র রেজাউল ইসলাম বুলেট এবং নিহত রিয়াজুল ইসলামের স্ত্রী রোশনা বেগম বাদি হয়ে পৃথক ২টি মামলা দায়ের করেন। দুটি মামলায় প্রায় ১ শ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার দুপুরে উপজেলার নোহালী ইউনিয়নের চর বাগডহরা গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে রিয়াজুল ইসলাম (৬২) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই ও ইউপি সদস্য আজিজুল ইসলাম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সংঘর্ষে আহত হয় প্রায় ২০ জন। 
গঙ্গাচড়া মডেল থানার ওসি (তদন্ত) নুর আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।