কুড়িগ্রামে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আচরণ বিধি ও ইভিএম ভোটদান প্রক্রিয়া নিয়ে মতবিনিময়

কুড়িগ্রামে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আচরণ বিধি  ও ইভিএম ভোটদান প্রক্রিয়া নিয়ে মতবিনিময়

কুড়িগ্রাম প্রতিনিধি ♦ কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণ বিধি প্রতিপালন ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)এর মাধ্যমে ভোটদান প্রক্রিয়া সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে কুড়িগ্রাম শেখ রাসেল পৌর অডিটোরিয়ামে মতবিনিময় সভার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম

এসময় জেলা নির্বাচন অফিসার রিটার্ণিং অফিসার জাহাঙ্গীর আলম রাকিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াছমিন প্রমুখ

মতবিনিময় সভায় প্রার্থীদের আচরণ বিধি ইভিএম মাধ্যমে ভোটাররা সহজ নির্ভুলভাবে যাতে ভোটদান প্রক্রিয়া সম্পাদন করতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হাতে কলমে ডেমোনেস্ট্রেশন করা হয় অনুষ্ঠানে প্রার্থী, এজেন্ট, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অংশগ্রহন করেন