মেধাবী ছাত্র খালিদ-তুলির মমতাময়ী মাকে বাঁচাতে এগিয়ে আসার আহ্বান

মেধাবী ছাত্র খালিদ-তুলির মমতাময়ী মাকে বাঁচাতে এগিয়ে আসার আহ্বান

নিউজডোর ডেস্ক ♦ মোছা: খালেদা বেগম। বয়স ৪০। দুই সন্তানের জননী। খালেদা একটি কিডনী নিয়েই জন্মেছিলেন। সেটিও ৫ বছর আগে অকেজো হয়ে গেছে। এই দীর্ঘ বছরে নিয়মিত ডায়ালাইসিস, তিনি বর্তমানে তার চিকিৎসা কাজে সহায়তা করার জন্য যা বিক্রি করতেন তা বিক্রি করে নিঃস্ব। তিনি রংপুরের কাউনিয়া উপজেলার হাসাগাছ থানার পাইকার বাজারের মো. তাজউদ্দিনের স্ত্রী।

তিনি বর্তমানে প্রফেসর ডাঃ কামরুল ইসলাম স্যারের তত্ত্বাবধানে সিকেডি ইউরোলজি হাসপাতালে চিকিৎসাধীন।

খালেদা বেগমের দুই সন্তান খালিদ ও তুলি। তারাও এখন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত রয়েছেন। খালেদা বেগমের স্বামী মো. তাজউদ্দীন এতোদিন সর্বস্ব দিয়ে চেষ্টা চালালেও এখন প্রয়োজন কিডনী প্রতিস্থাপন করা। তাজউদ্দীন তাঁর স্ত্রী খালেদাকে একটি কিডনী দিতে প্রস্তুত থাকলেও তা প্রতিস্থাপন করতে প্রয়োজন ১৩ থেকে ১৪ লাখ টাকা। যা বর্তমানে তাদের পক্ষে বহন করা একেবারেই অসম্ভব।

তাজউদ্দীন বলেন, এমতাবস্থায় আপনাদের আন্তরিক সহযোগিতা একান্ত প্রয়োজন। আপনাদের অনুদান আমাকে আজীবন কৃতজ্ঞ রাখবে।

মাকে বাঁচাতে দান করুন 01927671255 (উন্নয়ন, নগদ, রকেট, পথ) এই নম্বরে।

বিঃদ্রঃ অনুদানের আগে নম্বরটিতে ফোন দিয়ে যাচাই বাছাই করে নেয়া দাতার দায়িত্ব।