রংপুর সিটি নির্বাচনকে ঘিরে নগরীতে সাধারণ ছুটি ঘোষনা

রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্ম সচিব মোঃ মেহেদী-উল-সহিদ স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারী

রংপুর সিটি নির্বাচনকে ঘিরে নগরীতে সাধারণ ছুটি ঘোষনা

স্টাফ রিপোর্টার ♦ রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে রংপুর নগরীতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্ম সচিব মোঃ মেহেদী-উল-সহিদ স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারী করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশে ৩৭ নম্বর ক্রমিকে প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় ভোটের দিন  সকল সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত ও বেসরকারী অফিস-প্রতিষ্ঠান, সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সরকারী-বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে এ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।  
রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুুল বাতেন বলেন, ভোটগ্রহণের সুবিধার্থে এ প্রজ্ঞাপন জারী হয়েছে। ভোটাররা যেন নির্বিঘেœ কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করে আবার বাড়ি ফিরে যেতে পারে সেটি নিশ্চিতে নির্বাচনী এলাকায় পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।