রমেক হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ও পরিবেশ উন্নয়নে  বাম গণতান্ত্রিক জোটের স্মারকলিপি 

রমেক হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ও পরিবেশ উন্নয়নে  বাম গণতান্ত্রিক জোটের স্মারকলিপি 
হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ জাফরুল হোসেনের কাছে স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দরা

স্টাফ রিপোর্টার ♦ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ও পরিবেশ উন্নয়নে স্মারকলিপি প্রদান করেছে বাম গণতান্ত্রিক জোট। রবিবার (২০ অক্টোবর) দুপুরে হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ জাফরুল হোসেনের কাছে স্মারকলিপি প্রদান করেন, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও জেলা বাসদের আহ্বায়ক আব্দুল কুদ্দুস, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কাফি সরকার, মহানগর জাসদের সভাপতি গৌতম রায়, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, বাসদের সদস্য সচিব আহসানুল আরেফিন তিতু। এ সময় স্বারকলিপির অনুলিপি স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, রংপুর বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছেও পাঠানো হয়। 
স্বারকলিপিতে বলা হয়, সম্প্রতি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচ্ছন্নতা ও চিকিৎসা কার্যক্রম ভেঙ্গে পড়েছে। ছাত্র-জনতার গণঅভূত্থানের পর সকল ক্ষেত্রের উন্নয়ন হলেও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনার কারণে রোগীরা প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। হাসপাতালের বারান্দা, সিঁড়ির নীচে ময়লা-আবর্জনাও টয়লেটের দূর্গন্ধে রোগীর সাথে আসা সুস্থ্য মানুষও স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। ঔষধ, জরুরী ইনজেকশন, বিশেষ স্যালাইন হাসপাতালের সরবরাহের নিয়ম থাকলেও তা সরবরাহ হচ্ছে না। হাসপাতালের প্যাথলজি বিভাগ, রেডিওলজি বিভাগ, পরমানু চিকিৎসা কেন্দ্র থাকা স্বত্ত্বেও রোগীরা উচ্চ মূল্যে বাহির থেকে রোগ নির্ণয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে বাধ্য হচ্ছে। এছাড়া চিকিৎসক, নার্স, স্টাফ প্রয়োজনের তুলনায় কম থাকায় হাসপাতালের রোগীরা চিকিৎসাসেবা পাচ্ছে না। হাসপাতালের চিকিৎসকরা প্রাইভেট হাসপাতালে যেভাবে আন্তরিকতার সাথে চিকিৎসা দেয়, হাসপাতালে ততটা আন্তরিকভাবে সেবা দেওয়া প্রতীয়মান হচ্ছে না। এছাড়া হাসপাতালের কর্মচারীরা রোগীদের জিম্মি করে অর্থ হাতিয়ে নিচ্ছে। হাসপাতালে রোগীদের জন্য খাবার ও পথ্য সরবরাহ করা হলেও তা মান সম্মত হয় না। রোগীর বিছানাপত্র, টয়লেট নিয়মিত পরিস্কার কথা থাকলেও সেটি হচ্ছে না। বাম গণতান্ত্রিক জোট এবং বাংলাদেশ জাসদ নেতৃবৃন্দরা দ্রুত সমস্যা নিরসনের তাগিদ দেন। এ সময় হাসপাতাল পরিচালক সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ^াস দেন।