রংপুরে জমি দখলের মিথ্যা অপবাদে সাম্প্রদায়িক উষ্কানির অভিযোগ

স্টাফ রিপোর্টার ♦ হিন্দু ধর্মালম্বীর জমি দখলের মিথ্যা অভিযোগ তুলে সাম্প্রদায়িক উষ্কানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রংপুরের শিল্পপতি, রাজনীতিবিদ কাওছার জামান বাবলা। শনিবার দুপুরে  প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে সাংবাদিকদের অভিযোগ করে বলেন, মাহিগঞ্জ মৌজার জেএল ১৩৯, হোল্ডিং নং: ১৭৭১, সিএস খতিয়ান- ৫৪৩ নম্বরের ১৮ শতক জমি তিনি মহেন্দ্র নাথ অধিকারীর কাছ থেকে ক্রয় করে খাজনা-খারিজ সম্পন্ন করেন। সম্প্রতি ওই জমির মহেন্দ্র নাথের ছোট ভাই মধুসূদন অধিকারী ও তার পূত্র মানিক অধিকারী মিথ্যা দখলের অভিযোগ তুলে সাম্প্রদায়িক উষ্কানি দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে। এ ব্যাপারে তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ম্যাজিস্ট্রেট আদালতের স্বরণাপন্ন হয়েছেন। বাবলা অভিযোগ করে বলেন, সংখ্যা লঘুর অজুহাত দিয়ে দাঙ্গা সৃষ্টির লক্ষে প্রতিপক্ষ মিথ্যা, ছল-চাতুরির আশ্রয় নিয়ে তাকে হেয়-প্রতিপন্ন করার চেষ্টা করছে। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি প্রশাসনসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের অবহিত করেন। এসময় উপস্থিত ছিলেন, মাহিগঞ্জ এলাকার বিশিষ্ট ব্যবসায়ী রামকৃষ্ণ সোমানি, নিরঞ্জন রায় পূজা উযযাপন কমিটির সভাপতি স্বপন ভট্টাচার্য, সাংবাদিক বাবলু নাগ, বিএনপি নেতা সাবেক কাউন্সিলর ফিরোজ আহমেদ, আজাদসহ অন্যরা।