ওবায়দুল কাদেরকে নিজ বাড়িতে আমন্ত্রণ জানালেন মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার ♦ বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। সব জায়গায় নাগরিক কমিটি গঠন করে শান্তি-শৃঙ্খলা ও ধর্মীয় সম্প্রীতি রক্ষা করতে হবে। দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সকলে এক সাথে রয়েছে। সেখানে যেন কেউ সুযোগ নিতে না পারে। প্রতিহিংসা, প্রতিঘাত নয়, ভালোবাসা-প্রেম দিয়ে সকলকে একত্রিত করে নতুন বাংলাদেশ গড়ে তুলবো। 
বুধবার বেলা আড়াইটায় রংপুর পীরগঞ্জ উপজেলার মদনখালীন ইউনিয়নের জাফরপাড়া কামিল মাদ্রাসা মাঠে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে ফখরুল বলেন, আওয়মী লীগ ভেবেছিল তাদের কোন দিন ক্ষমতা থেকে যেতে হবে না। হাসিনা খুব বড় বড় গলায় বলেছিল, আমি কোন দিন পালাবো। আমি শেখ মুজিবুর রহমানের মেয়ে, আমি পালাই না। পরে লেপ গুছিয়ে হেলিকপ্টারে করে পালিয়ে গেছে। আরেক ভদ্র লোক এখন কোথায়। তিনি বারবার বলতো আমি পালাবো না, প্রয়োজনে ফখরুলের বাড়িতে গিয়ে উঠবো। উনি কোথায় কেউ জানে না। আমি আমন্ত্রণ জানাচ্ছি, আপনি আমার বাসায় আসেন।