জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রংপুরে জিয়া মঞ্চের বর্ণাঢ্য র‌্যালী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রংপুরে জিয়া মঞ্চের বর্ণাঢ্য র‌্যালী

স্টাফ রিপোর্টার ♦ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রংপুরে বর্ণাঢ্য র‌্যালী বের করেছে জিয়া মঞ্চ। বৃহস্পতিবার ( ৭ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুর জেলা মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে জিয়া মঞ্চের বিশাল র‌্যালী ছিল চোখে দেখার মতো।
জিয়া মঞ্চের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ মইন উদ্দিন ও সহ-সাংগঠনিক সম্পাদক রাজিব চৌধুরীর নেতৃত্বে র‌্যালীটি নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি’র দলীয় কার্যালয় থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে ডিসি’র মোড়ে গিয়ে শেষ হয়।  
বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু’র সভাপতিত্বে র‌্যালীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি’র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু।