আমেরিকাস নেক্সট টপ হিটমেকার সেমি ফাইনালে ভোটার যুদ্ধে পাপী মনা
নিউজডোর বিনোদন ডেস্ক ♦ রোলিং স্টোন ম্যাগাজিন আয়োজিত ‘আমেরিকাস নেক্সট টপ হিটমেকার’প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনালে উঠেছেন ভিন্নধর্মী গায়ক পাপী মনা। এই সেশন পার হলেই সেমি ফাইনালে যাবেন তারপর ফাইনাল। পৃথিবীর যে কোন দেশ থেকে যে কেউ ২৪ ঘন্টা পর পর ফেইসবুক থেকে এই লিংকের মাধম্যে প্রতিদিন একটি করে ভোট দিতে পারবেন । https://tophitmaker.org/2024/papi-mona
প্রতিযোগিতায় সব স্টেটের বিপুল সংখ্যক শিল্পীরা অংশ নিয়েছেন। বিশেষ করে স্থানীয় শিল্পীরা ডোনেশন ভোটে এগিয়ে আছে। কেউ চাইলে ডোনেশন ভোটও দিতে পারবেন। ভোট চলবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত।
বাংলাদেশের প্রথম কোন শিল্পী আমেৰিকার এ প্রতিযোগিতায় অংশ নিলেন। পাপী মনার লেখা, সুর এবং তার কণ্ঠে গাওয়া গান ‘নো স্ট্যান্ডিং এনিটাইম’ আমেরিকাস নেক্সট টপ হিট মেকার' প্রতিযোগিতায় জমা দিলে সংস্থাটি তা গ্রহণ করে। এটি তার মৌলিক গান। এ প্রতিযোগিতায় প্রথম হলে ফিউচার অফ মিউজিক শোকেসে পারফরমেন্স করার সুযোগ মিলবে। দীর্ঘ ২৫ বছর ধরে সংগীতচর্চা করা পাপী মনা জানান, আমেরিকান মেইন স্ট্রিমে কাজ করা তার দীর্ঘদিনের স্বপ্ন।