রমেকে নমুনা পরীক্ষায় আরও ১৯ জন শনাক্ত

রমেকে নমুনা পরীক্ষায় আরও ১৯ জন শনাক্ত

এহসানুল হক সুমন ♦  রংপুর মেডিকেল কলেজ নমুনা পরীক্ষায় আরও ১৯ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরে ১২ জন, কুড়িগ্রামে ৪জন ও গাইবান্ধায় ৩ জন রয়েছেন। 

রংপুর মেডিকেল কলেজ নতুন শনাক্তরা হলেন, ধাপ কটকিপাড়ার এক নারী (২৩), গাইবান্ধা সদরের এক বৃদ্ধ (৭৭)। 

রংপুর জেলায় নতুন শনাক্তরা হলেন, নগরীর কেরানীপাড়ার এক নারী (৪৫), আরএমসি’র এক পুরুষ (৪৫), এক নারী (৩৫), সেন্ট্রাল রোডের এক নারী (৪১), গুড়াতিপাড়ার এক পুরুষ (৪২), জুম্মপাড়ার এক পুরুষ (৩৫), ধাপ লালকুঠির এক নারী (৩৭), এক শিশু (৯), বাবুপাড়ার এক বৃদ্ধ (৬৭), এক বৃদ্ধা (৬২), খলিফাপাড়ার এক বৃদ্ধ (৫০)। 

কুড়িগ্রাম জেলায় নতুন শনাক্তরা হলেন, কুড়িগ্রাম সদর ঘোষপাড়ার এক পুরুষ (৫৩), ডাকবাংলোর এক শিশু (১২), চিলমারী কলেজপাড়ার এক পুরুষ (৪৮) ও কুড়িগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন এক বৃদ্ধ (৭০)। 

গাইবান্ধা জেলায় নতুন শনাক্তরা হলেন, গাইবান্ধা সদর পূর্বপাড়ার এক পুরুষ (৩৮), সদর কলাবাড়ির এক নারী (৪৯)। 

বুধবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত ব্যক্তিরা শনাক্ত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন, রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু। 

রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা, ৪ হাজার ৬৬৩ জন ও সুস্থ্য হয়েছেন, ৪ হাজার ২১২ জন। মারা গেছেন ৮০ জন।