রমেকে নমুনা পরীক্ষায় আরও ১৩ জন শনাক্ত

রমেকে নমুনা পরীক্ষায় আরও ১৩ জন শনাক্ত

এহসানুল হক সুমন ♦  রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে ১৩ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরের ৮ জন, গাইবান্ধার ২ জন, লালমনিরহাট, কুড়িগ্রাম ও জয়পুরহাটের একজন করে রয়েছেন। 

রংপুরে নতুন শনাক্তরা হলেন, রংপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন জয়পুরহাটের এক পুরুষ (৫০), রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের এক নারী (৭১), রংপুর নগরীর তাজহাটের এক পুরুষ (৪০), ধাপের এক শিশু (৯), এক কিশোরী (১৩), সাতগাড়া মিস্ত্রিপাড়ার এক পুরুষ (৫৮), বদরগঞ্জের এক নারী (৩৭), এক কিশোর (১৭) ও রংপুর সিটি কর্পোরেশন এলাকার এক বৃদ্ধা (৮৬)। 

এছাড়া গাইবান্ধার গোবিন্দগঞ্জ মহদিপুরের এক পুরুষ (৫২), সদরের এক বৃদ্ধ (৬০), লালমনিরহাট কালিগঞ্জের এক পুরুষ (৩৯), কুড়িগ্রাম সদরের এক পুরুষ (৪৫)।

শনিবার ৯৪ জনের নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত ব্যক্তিরা শনাক্ত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন, রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু। 

রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা, ৪ হাজার ৬৯১ জন ও সুস্থ্য হয়েছেন, ৪ হাজার ২৪৮ জন। মারা গেছেন, ৮০ জন।