চলতি বছরে দেশে ৬.৮ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস এডিবির

অর্থনীতির প্রধান ঝুঁকি করোনা ভাইরাসের পুনরায় বৃদ্ধি

চলতি বছরে দেশে ৬.৮ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস এডিবির

নিউজডোর ডেস্ক ♦ চলতি ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি ৬ দশমিক ৮ শতাংশ বাড়বে বলে মনে করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), যা সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে কম।

বুধবার (২২ সেপ্টেম্বর) এশীয় উন্নয়ন ব্যাকের ঢাকা অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

ম্যানুফ্যাকচারিং শক্তিশালীকরণ, বৈশ্বিক অর্থনীতিতে অব্যাহত সম্প্রসারণ এবং সরকারের কার্যকর পুনরুদ্ধারের নীতির ওপর ভিত্তি করে এই পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ অর্থবছরে মুদ্রাস্ফ্রীতি কিছুটা বেড়ে ৫.৮ শতাংশ, ঘাটতি অর্থবছরে জিডিপির ০.৬ শতাংশ হবে। তবে অর্থনীতির প্রধান ঝুঁকি হলো করোনা ভাইরাস রোগের পুনরায় বৃদ্ধি।