গঙ্গাচড়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন

গঙ্গাচড়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি ♦ রংপুরের গঙ্গাচড়ায় ২০২০-২১ অর্থবছরে খরিপ-১ মৌসুমে উফশী আউশ প্রণোদনা কর্মসূচী বাস্তবায়নের নিমিত্তে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গঙ্গাচড়ার ব্যবস্থাপনায়  সোমবার (১২ এপ্রিল) উপজেলা পরিষদ চত্বরে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগমের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন। বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাজু মিয়া ও রাবিয়া বেগম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম। উপজেলা কৃষি অফিস জানায়, উপজেলার ১ হাজার কৃষকের মাঝে জনপ্রতি ধান বীজ ৫ কেজি, ডিএপি সার ২০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে বিতরণ করা হবে।