করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাঠে রংপুর জেলা ছাত্রলীগ

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাঠে রংপুর জেলা ছাত্রলীগ

স্টাফ রিপোর্টার ♦ করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সচেতনতামূলক কার্যক্রম ও বিনামূল্যে মাস্ক বিতরন কার্যক্রম শুরু করেছে রংপুর জেলা ছাত্রলীগ।

রোববার দুপুরে নগরীর প্রেসক্লাব, জাহাজ কোম্পানী মোড়, জেলা পরিষদ সুপার মার্কেট, জাহাজ কোম্পানী শপিং কমপ্লেক্স, পায়রা চত্ত্বরসহ নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে মাস্ক বিতরনসহ মাইকিং করে সাধারণ মানুষকে সচেতন করেন জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেরে জাহান শাওন, সাংগঠনিক সম্পাদক আবু হোসেন, সাংস্কৃতিক সম্পাদক অভিনাশ কুমার, আপ্যায়ন সম্পাদক আমিনুল ইসলাম, সদস্য তানজিমুল আলম টিপু, রাকিব, সালমান আল শাহরিয়ার, জিম, শাওন, আলমগীর কবির, সামিউল, নয়নসহ অন্যরা।

জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে এখন আমাদের সকলের সচেতন থাকাটা অত্যন্ত জরুরি। আতংকিত না হয়ে নিজে সচেতন থাকুন, অন্যকেও সচেতনতা বজায় রাখতে অনুপ্রাণিত করুন৷ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত লকডাউন এর নিয়মবিধি মেনে চলুন৷