২৪ ঘন্টায় ‘মুভমেন্ট পাস’ অ্যাপে হিট ২ কোটি ৭৮ লাখ

২৪ ঘন্টায় ‘মুভমেন্ট পাস’ অ্যাপে হিট ২ কোটি ৭৮ লাখ

নিউজডোর ডেস্ক ♦ সর্বাত্মক লকডাউনে বিভিন্ন প্রয়োজনে ঘরের বাহিরে বের হতে হচ্ছে রাজধানীবাসীকে। বের হতে নিবন্ধন করে নিতে হচ্ছে মুভমেন্ট পাস। এই অ্যাপ চালুর পর সার্চ ইঞ্জিন গুগলে দেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যাক বার খোঁজ করা হয়েছে মুভমেন্ট পাস বিষয়টি। অ্যাপে হিট পড়েছে প্রায় ৩ কোটি বার।

মঙ্গলবার দুপুর থেকে বুধবার দুপুর পর্যন্ত মুভমেন্ট পাস অ্যাপে সবমিলিয়ে হিট পড়েছে দুই কোটি ৭৮ লাখ ৭৯ হাজার ৫৯৫ বার। আবেদন জমা পড়েছে দুই লাখ ৩৩ হাজার ২২৯টি। পাস পেয়েছেন এক লাখ ৩২ হাজার ৮৭৯ জন। প্রতি মিনিটে অ্যাপে ১৪ হাজার ৫৫৭ ক্লিক পড়েছে।

পুলিশ সদর দপ্তরের ডিআইজি (মিডিয়া) হায়দার আলী খান এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার পর্যন্ত দেশ থেকে গুগল সার্চে শীর্ষে আছে মুভমেন্ট পাস। খবর:সমকাল

এর আগে গতকাল (মঙ্গলবার) সাড়ে ১১টার দিকে রাজধানীর রাজারবাগে পুলিশ অডিটরিয়ামে অ্যাপটির আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। সেসময় তিনি বলেন, বুধবার থেকে সারাদেশে শুরু হওয়া লকডাউনে কাউকে রাস্তায় দেখতে চাই না।