স্বাস্থ্য সচিব ও অতিরিক্তি মহাপরিচালক করোনায় আক্রান্ত

স্বাস্থ্য সচিব ও অতিরিক্তি মহাপরিচালক করোনায় আক্রান্ত
প্রতিকী ছবি (সংগৃহীত)

নিউজডোর ডেস্ক ♦ স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান এবং স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা করোনায় আক্রান্ত হয়েছেন  শুক্রবার আবদুল মান্নান মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনষ্টিটিউট হাসপাতালে ভর্তি হয়েছেন |

গতকাল ডা. নাসিমা সুলতানা তার করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি ফেসবুক পোষ্টে নিশ্চিত করেন পোস্টে তিনি লিখেছেন, “বিরতিহীনভাবে একটানা ৩৬৫ দিনের বেশি অফিস করার পর উপসর্গসহ করোনা আক্রান্ত হলাম আল্লাহ এই মহামারি থেকে মানবজাতিকে, বাংলাদেশের মানুষকে রক্ষা করুন পরে মোবাইল ফোনে জানান, তিনি ভালো আছেন

দেশে করোনা সংক্রমণ শুরুর পর বেশকিছু দিন স্বাস্থ্য অধিদপ্তরের দৈনিক স্বাস্থ্য বুলেটিনের উপস্থাপনা করেন অধ্যাপক নাসিমা সুলতানা গত ২৭ জানুয়ারি দেশে প্রথম যে পাঁচজনকে করোনার টিকা দেওয়া হয়েছিল, তিনি তাদের একজন