রমেকে নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত ৩০ জন 

রমেকে নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত ৩০ জন 

এহসানুল হক সুমন ♦ রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে ৩০ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরের ১৭ জন, লালমনিরহাটের ৬ জন, গাইবান্ধার ৪ জন ও কুড়িগ্রামের ৩ জন রয়েছেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নতুন শনাক্তরা হলেন, গাইবান্ধা সাদুল্ল্যাপুরের এক পুরুষ (৩৫), গঙ্গাচড়ার এক বৃদ্ধা (৬২), গাইবান্ধা সদরের এক পুরুষ (৪০), আরটিআই কর্নারের এক চিকিৎসক (২৫)। 

রংপুর জেলায় নতুন শনাক্তরা হলেন, রংপুর সিটি কর্পোরেশন এলাকার এক নারী (১৮), গুপ্তপাড়ার এক নারী (১৮), টেক্সটাইল মোড়ের এক পুরুষ (৪৩), মুন্সিপাড়ার এক পুরুষ (৪০), বৈরাগীগঞ্জের এক যুবক (২৩), কেরানীপাড়ার এক পুরুষ (৪৮), ভগিবালাপাড়ার এক পুরুষ (৩২), পীরগঞ্জের এক পুরুষ, অপর পুরুষ (৩৫), কাউনিয়া হাকোটারীর এক পুরুষ (৩৮), মিঠাপুকুর দূর্গাপুরের এক নারী (৩০), চিথলী উত্তরপাড়ার এক বৃদ্ধ (৬২)
ও গঙ্গাচড়া মধ্যপাড়ার এক নারী। 

লালমনিরহাট জেলায় নতুন শনাক্তরা হলেন, লালমনিরহাট ১’শ শয্যা বিশিস্ট হাসপাতালে চিকিৎসাধীন এক নারী, এক যুবক (২৩), এক বৃদ্ধা (৬৭), পাটগ্রামের এক বৃদ্ধ (৭১), এক যুবক (২১), এক পুরুষ (৫৩)।

গাইবান্ধা জেলায় নতুন শনাক্তরা হলেন, গাইবান্ধা সাদুল্ল্যাপুরের এক নারী (১৯), পলাশবাড়ি পূর্ব ফরিদপুরের এক যুবক (২৪), আমলাগাছির এক যুবক (২৯), সদর বিষ্ণুপুরের বৃদ্ধ (৬৫)। 

কুড়িগ্রাম জেলায় নতুন শনাক্তরা হলেন, কুড়িগ্রাম সদর কাঁঠালবাড়ির এক পুরুষ (৩৫), সর্দারপাড়ার এক বৃদ্ধ (৬০), সদরের এক নারী (৫২)। 
শুক্রবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন ব্যক্তিরা শনাক্ত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন, রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু। 

রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, ২০২০ সালের ১০ মার্চ থেকে এ পর্যন্ত রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা, ৪ হাজার ২৬৯ জন ও সুস্থ্য হয়েছেন ৪ হাজার ৮৬ জন। মারা গেছেন ৭৩ জন।