রমেকে নমুনা পরীক্ষায় আরও ৭ আক্রান্ত ব্যক্তি শনাক্ত

রমেকে নমুনা পরীক্ষায় আরও ৭ আক্রান্ত ব্যক্তি শনাক্ত

এহসানুল হক সুমন ♦ রংপুর মেডিকেল কলেজে (রমেক) নমুনা পরীক্ষায় নতুন করে ৭ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরের ৪ জন, গাইবান্ধা, পঞ্চগড় ও দিনাজপুরের একজন করে রয়েছেন।

নতুন আক্রান্তরা হলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রংপুর প্রাইম নার্সিং কলেজের এক যুবক (১৯), গাইবান্ধা সুন্দরগঞ্জের এক পুরুষ (৪৭), পঞ্চগড়ের এক বৃদ্ধ (৭০), দিনাজপুরের এক বৃদ্ধ (৬০), রংপুর নগরীর এক নারী (৪৪), এক কিশোরী (১৬) ও রংপুর পুলিশ লাইন্সের এক পুলিশ সদস্য (৪২)। 

রোববার ১২০ জনের নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত ব্যক্তিরা শনাক্ত হন বলে নিশ্চিত করেছেন রমেক অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু। 
রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা, ৩ হাজার ৯৫৬ জন। সুস্থ্য হয়েছেন, ৩ হাজার ৫২৩ জন ও মারা গেছেন, ৭০ জন।