রমেকে নমুনা পরীক্ষায় আরও ৩৯ জন শনাক্ত

রমেকে নমুনা পরীক্ষায় আরও ৩৯ জন শনাক্ত
রমেকে নমুনা পরীক্ষায় আরও ৩৯ জন শনাক্ত

এহসানুল হক সুমন ♦ রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে ৩৯ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরে ২০ জন, গাইবান্ধায় ১৩ জন, লালমনিরহাটে ৪ জন, নীলফামারী ও দিনাজপুরের একজন করে রয়েছেন। 

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নতুন শনাক্তরা হলেন, রংপুর সদরের এক বৃদ্ধা (৬০), এক পুরুষ (৫০), অপর পুরুষ (৩২), এক নারী (৫৫), হারাগাছের এক বৃদ্ধ (৭০), রংপুর নগরীর মাস্টারপাড়ার এক নারী (৩০), আরটিআই কর্নারে চিকিৎসাধীন রংপুর নগরীর কটকিপাড়ার এক চিকিৎসক (৩৭), নীলফামারী কিশোরগঞ্জের এক যুবক (২৮) ও দিনাজপুরের এক নারী (৩৫)। 

রংপুর জেলায় নতুন শনাক্তরা হলেন, রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের এক নারী (২৯), রংপুর জেলা পুলিশের এক সদস্য (২৪), অপর সদস্য (৩১), বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক পুরুষ (৩৫), বাংলাদেশ টেলিকমিউনিকেশনের এক পুরুষ (৩৪), সোনালী ব্যাংকের এক পুরুষ (৩২), নুরপুরের এক বৃদ্ধ (৭১), ধাপের এক বৃদ্ধ (৬০), সেনপাড়ার এক নারী (৪৬), গোমস্তপাড়ার এক পুরুষ (৪০), গুড়াতিপাড়ার এক পুরুষ (৫৫), কলেজ রোডের এক বৃদ্ধ (৬২) ও খটখটিয়ার এক বৃদ্ধ (৬৫)। 

গাইবান্ধা জেলায় নতুন শনাক্তরা হলেন, গাইবান্ধা সদরের এক পুরুষ (৪১), শাপলা মোড়ের এক চিকিৎসক , ফুলছড়ি কাটলামারি এক পুরুষ (৪৮), গোবিন্দগঞ্জ বোয়ালিয়ার এক পুরুষ (৪৭), এক নারী (৪৬), অপর নারী (১৮), অপর নারী (২৬), অপর নারী (২০), এক কিশোরী (১৪), গোবিন্দগঞ্জের এক বৃদ্ধ (৭৫), পলাশবাড়ির এক পুরুষ (৫৪), অপর পুরুষ (৪৬) ও সুন্দরগঞ্জের এক নারী (২৫)। 

লালমনিরহাট জেলায় নতুন শনাক্তরা হলেন, লালমনিরহাট ১’শ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন এক পুরুষ (৩৯), খাতাপাড়ার এক নারী (২৮), সাপটানা বাজারের এক পুরুষ (৩৮) ও হাতিবান্ধা পূর্ব সারডুবির এক পুরুষ (৪৫)। 

বৃহস্পতিবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত ব্যক্তিরা শনাক্ত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু। 

রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, ২০২০ সালের ১০ মার্চ থেকে এ পর্যন্ত রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা, ৪ হাজার ২৭১ জন ও সুস্থ্য হয়েছেন, ৪ হাজার ২৯ জন । মারা গেছেন ৭৩ জন।