রমেকে নমুনা পরীক্ষায়  আরও ৩৯ আক্রান্ত ব্যক্তি শনাক্ত

রমেকে নমুনা পরীক্ষায়  আরও ৩৯ আক্রান্ত ব্যক্তি শনাক্ত

এহসানুল হক সুমন ♦ রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে ৩৯ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরের ২৭ জন, গাইবান্ধার ৫ জন, লালমনিরহাটের ৫ জন, কুড়িগ্রাম ও ঠাকুরগাঁয়ের ১ জন করে রয়েছে।

রংপুর জেলায় নতুন আক্রান্তরা হলেন, জেলা পুলিশের এক সদস্য (৩৪), ডিআইজি অফিসের এক পুলিশ সদস্য (৫০), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আরটিআই কর্নারে চিকিৎসাধীন এক নারী (২৪), ধাপ সার্কিট হাউজের এক যুবক (২৮), ধাপ ইঞ্জিনিয়ারপাড়ার এক বৃদ্ধ (৬০), ধাপ পুলিশ স্টেশনের এক পুলিশ সদস্য (২৩), মেডিকেল পূর্বগেটের এক নারী (২১), রংপুর সদরের এক নারী (৪০), অপর নারী (৩০), আলমনগরের এক পুরুষ (৩১), হাতিবান্ধার এক পুরুষ (৩০), গাইবান্ধা সদরের এক বৃদ্ধা (৬০), সদরের এক পুরুষ (৫০), ঠাকুরগাঁয়ের এক শিশু (৪), গঙ্গাচড়ার এক যুবক (১৯), লালমনিরহাট সদরের এক বৃদ্ধ (৬২), রংপুর নগরীর ২০নং ওয়ার্ডের এক নারী (২২) খামার মোড়ের এক বৃদ্ধ (৬৮), এক পুরুষ (৫৪),  মেডিকেল পূর্বগেটের এক নারী (২০), খলিফাপাড়ার এক নারী (৪৫), কামাল কাছনার এক নারী (৩৮), পূর্ব শালবনের এক পুরুষ (৫৩), সেনপাড়ার এক শিশু (১২), লালকুঠির এক যুবক (২৯), মুলাটোলের এক নারী (২৩), মেডিকেল পূর্বগেটের এক বৃদ্ধ (৬৫), এক নারী (৫৬), বদরগঞ্জ সিও রোডের এক যুবক (২৪), মিঠাপুকুর ফকিরেরহাটের এক নারী (৪৫), পীরগঞ্জ মহাদিপুরের এক নারী (৩১)। 

গাইবান্ধা জেলায় নতুন আক্রান্তরা হলেন, গাইবান্ধা সদরের এক নারী (২০), অনামিকা লেনের এক নারী (৪৮), সুন্দরগঞ্জ গোপালচরনের এক যুবক (২৪), সাদুল্ল্যাপুর রসুলপুরের এক পুরুষ (৩৬)। 

লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় নতুন আক্রান্তরা হলেন, লালমনিরহাট ১’শ শয্যা বিশিস্ট হাসপাতালে চিকিৎসাধীন খোর্দসাপাটানার এক পুরুষ (৫৫), শহীদ শাহজাহান কলোনীর এক কিশোরী (১৬), হাতিবান্ধা গড্ডীমারীর এক পুরুষ (৩৩) ও রৌমারী বাজারের এক নারী (৪৭)। 

শুক্রবার ১৭৩ জনের নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত ব্যক্তিরা শনাক্ত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন, রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু। 

রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা, ৩ হাজার ৪৯৯ জন। সুস্থ্য হয়েছেন, ২ হাজার ৯৮৯ জন ও মারা গেছেন, ৫৮ জন।