রমেকে নমুনা পরীক্ষায় আরও ২৩ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত

রমেকে নমুনা পরীক্ষায় আরও ২৩ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত

এহসানুল হক সুমন ♦ রংপুর মেডিকেল কলেজে (রমেক) নমুনা পরীক্ষায় নতুন করে ২৩ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরের ১৫ জন, গাইবান্ধার ৩ জন, নীলফামারীর ২ জন, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম ও লালমনিরহাটের একজন করে রয়েছেন। 

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নতুন আক্রান্তরা হলেন, আরটিআই কর্নারের এক সিনিয়র স্টাফ নার্স (৫৩), অপর সিনিয়র স্টাফ নার্স (৫৩), ধাপ চিকলীভাটার এক যুবক (২০), এক নারী (২৫), রংপুর সদরের এক পুরুষ, এক নারী, ঠাকুরগাঁও সদরের এক বৃদ্ধ (৬০), নীলফামারী সৈয়দপুরের এক নারী (৫০), ডিমলার এক পুরুষ (৫৫), কুড়িগ্রাম নাগেশ্বরীর এক বৃদ্ধ (৬৭), গাইবান্ধা ফুলছড়ির এক নারী (৫৫)।

রংপুর জেলায় নতুন আক্রান্তরা হলেন, নগরীর কেরানীপাড়ার এক পুরুষ (৫০), আরকে রোডের এক বৃদ্ধ (৬২), সর্দারপাড়ার এক নারী (২৫), এক কিশোর (১৭), রাধাবল্লভের এক নারী (৩২), জনতা ব্যাংকের এক পুরুষ (৩৬), মুন্সিপাড়ার এক বৃদ্ধা (৬১), কাউনিয়ার এক পুরুষ (৫০) ও গঙ্গাচড়ার এক নারী (৪৩)। 

এছাড়া লালমনিরহাট জেলার হাতিবান্ধা সিঙ্গিমারীর এক নারী (৩০), গাইবান্ধা ফুলছড়ি উদাখালীর এক বৃদ্ধ (৭৫) ও রসুলপুরের এক কিশোরী (১৬) নতুন করে আক্রান্ত হয়েছেন। বুধবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন আক্রান্তরা শনাক্ত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন, রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু। 

রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা, ৩ হাজার ৮৩৬ জন। সুস্থ্য হয়েছেন, ৩ হাজার ২১২ জন ও মারা গেছেন ৬৫ জন।