রমেকে নমুনা পরীক্ষায় আরও ২৩ আক্রান্ত ব্যক্তি শনাক্ত

রমেকে নমুনা পরীক্ষায় আরও ২৩ আক্রান্ত ব্যক্তি শনাক্ত

এহসানুল হক সুমন ♦   রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে ২৩ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরের ১৯ জন, নীলফামারীর ২ জন, গাইবান্ধা ও লালমনিরহাটের এক জন করে রয়েছে।  

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নতুন আক্রান্তরা হলেন, ধাপ চিকলীভাটার এক পুরুষ (৩২), এক নারী (৫৯), এক বৃদ্ধ (৬৩), এক চিকিৎসক (৪৬), নার্সি হোস্টেলের এক নারী (২০), পাকপাড়ার এক কিশোরী (১৭), পাশারীপাড়ার এক নারী (৫০), ধাপের এক চিকিৎসক (২৮), গুপ্তপাড়ার এক নারী ,  রংপুর সদরের এক বৃদ্ধ (৬৫), এক যুবক (২৪), বদরগঞ্জের এক কিশোরী (১৪), মিঠাপুকুরের এক যুবক (২৩), কাউনিয়া ভগিবালাপাড়ার এক নারী (৫০), গাইবান্ধা গোবিন্দগঞ্জের এক বৃদ্ধা (৬০), লালমনিরহাটের এক পুরুষ (৫৫), নীলফামারী ডিমলার এক নারী (২০), সৈয়দপুরের এক বৃদ্ধ (৯২)। 

রংপুর জেলায় নতুন আক্রান্তরা হলেন, নগরীর হাবীব নগরের এক নারী (৩৭), পাবর্তীপুরের এক পুরুষ (৩৭), রাধাবল্লভের এক পুরুষ (৪১), বদরগঞ্জের এক পুরুষ (৫৬), মিঠাপুকুর দূর্গাপুর চিথলী দক্ষিণপাড়ার এক নারী (৩৪)। 

রোববার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত ব্যক্তিরা শনাক্ত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন, রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু। 

রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুরে করোনায় আক্রান্তের সংখ্যা, ৩ হাজার ৭৯০ জন। সুস্থ্য হয়েছেন, ৩ হাজার ৪৪৯ জন ও মারা গেছেন, ৬৪ জন।