রমেকে নমুনা পরীক্ষায় আরও ১৩ আক্রান্ত ব্যক্তি শনাক্ত

রমেকে নমুনা পরীক্ষায় আরও ১৩ আক্রান্ত ব্যক্তি শনাক্ত

এহসানুল হক সুমন ♦ রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে ১৩ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরের ৭ জন, লালমনিরহাটের ২ জন,  কুড়িগ্রামের ২ জন, গাইবান্ধার ১ জন ও পঞ্চগড়ের ১ জন রয়েছে। 

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নতুন আক্রান্তরা হলেন, আরটিআই কর্নারে চিকিৎসাধীন রংপুর নার্সিং কলেজ বয়েজ হোস্টেলের এক যুবক (২০), মেডিকেল ক্যাম্পাসের এক যুবক (২০), লালমনিরহাট পাটগ্রামের এক নারী (২৫), ধাপ চিকলীভাটার এক পুরষ (৫২), পঞ্চগড়ের এক পুরুষ (৫৩) ও হারাগাছের এক বৃদ্ধ (৭০)। 

রংপুরসহ অন্যান্য জেলায় নতুন আক্রান্তরা হলেন, রংপুর নগরীর মাহিগঞ্জের এক পুরুষ (৩৮), পীরগঞ্জ ঈদগাহ্ মাঠের এক বৃদ্ধ (৬২), মিঠাপুকুর দূর্গাপুরের এক নারী (৩০), লালমনিরহাট হাতিবান্ধা পূর্ব সিন্ধুরার এক যুবক (২৮), গাইবান্ধা সাঘাটার এক নারী (২৩), কুড়িগ্রাম ২৫০ শয্যা বিশিস্ট হাসপাাতলে চিকিৎসাধীন এক নারী (৩০), সদর ভোকেশনাল মোড়ের এক নারী (২৯)। 

সোমবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত ব্যক্তিরা শনাক্ত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন, রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু। 

রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা, ৩ হাজার ৭০৩ জন। সুস্থ্য হয়েছেন, ৩ হাজার ৭৩ জন ও মারা গেছেন, ৬১ জন।