রমেকে নমুনা পরীক্ষায়  আরও ১২ আক্রান্ত ব্যক্তি শনাক্ত

রমেকে নমুনা পরীক্ষায়  আরও ১২ আক্রান্ত ব্যক্তি শনাক্ত

এহসানুল হক সুমন ♦ রংপুর মেডিকেল কলেজে (রমেক) নমুনা পরীক্ষায় নতুন করে ১২ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরের ৮ জন, কুড়িগ্রামের ২ জন ও গাইবান্ধার ২ জন রয়েছেন। 

রংপুর জেলায় নতুন আক্রান্তরা হলেন, ডক্টরস্ ক্লিনিকে চিকিৎসাধীন পঞ্চগড়ের এক পুরুষ (৪০), নগরীর ধাপ এলাকার এক পুরুষ (৪০), পূর্বগেটের এক নারী (৪৫), সাতগাড়ার এক বৃদ্ধ (৮৫), সেনপাড়ার এক নারী (৩০), এক পুরুষ (৪২), কামারপাড়ার এক বৃদ্ধ (৬৫), এক নারী (১৮)।  

এছাড়া কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় নতুন আক্রান্তরা হলেন, কুড়িগ্রাম চিলমারীর এক বৃদ্ধা (৭০), এক বৃদ্ধ (৯০), গাইবান্ধা পৌরসভা এলাকার এক পুরুষ (৩৩) ও সাদুল্ল্যাপুরের এক পুরুষ। 

শনিবার ৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত ব্যক্তিরা শনাক্ত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন, রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু। 

রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা, ৩ হাজার ৩৭০ জন। সুস্থ্য হয়েছেন, ২ হাজার ৮৮৮ জন ও মারা গেছেন ৫৬ জন।