রংপুরে স্বাস্থ্য বিভাগের ৫ কর্মকর্তাকে সংবর্ধনা প্রদান

রংপুরে স্বাস্থ্য বিভাগের ৫ কর্মকর্তাকে সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্টার ♦ করোনাকালে বিশেষ অবদানের জন্য রংপুরে স্বাস্থ্য বিভাগের ৫ কর্মকর্তাকে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন। রোববার দুপুরে টাউন হল প্রাঙ্গনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উদ্যাপন কর্মসূচী বাস্তবায়ন উপলক্ষ্যে সেমিনারে এ সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ রেজাউল আহসান রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু, সিভিল সার্জন ডাঃ হিরম্ব কুমার রায়, রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এসএম নুরুন্নবী, গুড হেলথ হাসপাতালের নির্বাহী পরিচালক ডাঃ সৈয়দ মামুনুর রহমান, রংপুর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান ইবনে তাজের হাতে ক্রেস্ট, সনদপত্র ও ফুল তুলে দেন। 

জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. সরিফা সালোয়া ডিনা, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ, রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য।