রংপুর সিটি কর্পোরেশনে শেষ হলো করোনার ভ্যাকসিন প্রদানের প্রশিক্ষণ

রংপুর সিটি কর্পোরেশনে শেষ হলো করোনার ভ্যাকসিন প্রদানের প্রশিক্ষণ

নভেল চৌধুরী ♦ আগামী ৭ ফেব্রুয়ারী থেকে রংপুর মহানগরীতে প্রথম পর্যায়ে ৪৮ হাজার কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান করা কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এরই অংশ হিসেবে রংপুর সিটি কর্পোরেশনের হল রুমে চলছে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের লক্ষে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা।
রংপুর সিটি কর্পোরেশনের জনস্বাস্থ্য শাখার আয়োজনে হল রুমে গত সোমবার, মঙ্গলবার ও বুধবার এ প্রশিক্ষন কর্মশালায় সিএমএস ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র নার্সরা অংশ গ্রহণ করেন।
রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা সার্বক্ষনিক উক্ত কর্মশালা সার্বিক বিষয় খোজ খবর নিচ্ছেন এবং দিক নিদের্শনা প্রদান করছেন।
টিকাদান কর্মীদের প্রশিক্ষণ কর্মশালায় রংপুর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান ইবনে তাজ, স্যানিটারী ইন্সপেক্টর আব্দুল কাইয়ুক উপস্থিত ছিলেন।