রংপুর বিভাগে করোনার দ্বিতীয় ডোজের টিকা প্রদান কার্যক্রম শুরু

রংপুর বিভাগে করোনার দ্বিতীয় ডোজের টিকা প্রদান কার্যক্রম শুরু

এহসানুল হক সুমন ♦ রংপুর বিভাগের ৮ জেলায় করোনার দ্বিতীয় ডোজের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে রংপুর বিভাগের ৮ জেলায় একযোগে দ্বিতীয় ডোজের টিকা দেয়া কার্যক্রম শুরু হয়।

সকালে রংপুর মেডিকেল কলেজ কেন্দ্রে দ্বিতীয় ডোজের টিকা নেন, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু, উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মাহফুজার রহমান, সিভিল সার্জন ডাঃ হিরম্ব কুমার রায়সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। 

রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান বলেন, ৭ ফেব্রুয়ারী প্রথম ডোজের টিকা নিয়েছিলাম। বৃহস্পতিবার দ্বিতীয় ডোজের টিকা নিলাম। নগরবাসীর প্রতি আহ্বান জানাবো নিবন্ধন করা ব্যক্তিরা দ্রুত টিকা নিয়ে করোনা মোকাবেলায় দেশকে সহযোগিতা করবেন।