রংপুরে নকল স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিক্রির অভিযোগে ৯টি প্রতিষ্ঠানকে জরিমানা

রংপুরে নকল স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিক্রির অভিযোগে ৯টি প্রতিষ্ঠানকে জরিমানা
সোমবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে নগরীর ধাপ ও মেডিকেল মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়

এহসানুল হক সুমন ♦ রংপুরে নকল স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিক্রির অভিযোগে ৯টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সোমবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে নগরীর ধাপ ও মেডিকেল মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এতে নকল মাস্ক, নকল হ্যান্ড স্যানিটাইজারসহ অনুমোদনহীন বিভিন্ন ঔষধ জব্দ করা হয়।

এ সময় নকল স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিক্রির দায়ে ৯টি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযানে সহযোগিতা করে ঔষধ প্রশাসনের কর্মকর্তা ও র‌্যাব-১৩ এর সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন,  জনগণের নিরাপদ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও ঔষধ নিশ্চিত করতে জেলা প্রশাসকের নির্দেশে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। যেখানে সাধারণ মানুষ হয়রানি, প্রতারিত হচ্ছে আমরা সেই সকল খাতকে চিহ্নিত করে অপরাধীদের শাস্তির আওতায় আনতে কাজ করছি। আমাদের এ ধরনের অভিযান অব্যহত থাকবে।