রংপুরে দ্বিতীয় দিনের মত চলছে করোনার টিকা প্রদান

রংপুরে দ্বিতীয় দিনের মত চলছে করোনার টিকা প্রদান

স্টাফ রিপোর্টার ♦ রংপুরে দ্বিতীয় দিনের মত চলছে করোনার টিকা প্রদান। দ্বিতীয় দিনে চিকিৎসক, স্বাস্থ্য কর্মী, শিক্ষক, সাংবাদিকসহ সম্মুখসারীর করোনাযোদ্ধারা টিকা গ্রহণ করেছেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ৮টি বুথ ও ৭টি উপজেলার ৭টি বুথে এ টিকা প্রদান চলছে।

দ্বিতীয় দিনে করোনার টিকা দিয়েছেন রংপুর সরকারী বেগম রোকেয়া কলেজের সহকারী অধ্যাপক লায়ন আজহারুল ইসলাম দুলাল। সোমবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনস্থ বুথে তিনি টিকা গ্রহণ করেন এবং স্বাস্থ্য বিভাগ নির্ধারিত ৩০ মিনিট তাকে পর্যবেক্ষনে রাখা হয়। 

শিক্ষক আজহারুল ইসলাম দুলাল বলেন, করোনার টিকা নেয়ার পর আমার কোন সুবিধা হচ্ছে না। আমি প্রতিদিনের মত আমার কাজগুলো করছি। করোনার টিকা সম্পর্কে গুজবে কান না দিয়ে রেজিস্ট্রেশনকৃত ব্যক্তিদের দ্রুত টিকা গ্রহণের আহ্বান জানাচ্ছি।