রংপুরে কনকনে ঠান্ডায় জন জীবন বিপর্যস্ত

রংপুরে কনকনে ঠান্ডায় জন জীবন বিপর্যস্ত

স্টাফ রিপোর্টার ♦ রংপুরে কনকনে ঠান্ডা ও কুয়াশার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জন জীবন। তীব্র শীতে নাকাল হয়ে পড়েছে ছিন্নমূল ও নদীর তীরবর্তী চরাঞ্চলের মানুষ। গ্রামের নিম্ন আয়ের মানুষরা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নগর জীবনের ব্যস্ততা বাড়ছে বেলা করে। এদিকে রংপুরের হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত বিভিন্ন রোগীর সংখ্যা। 

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গত ৩ দিন ধরে রংপুরে তীব্র শীত অনুভ‚ত হচ্ছে। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় হাঁড় কাঁপানো শীত বিরাজ করছে রংপুরে। বৃহস্পতিবার রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস, শুক্রবার ১০ ডিগ্রী সেলসিয়াস ও শনিবার ১১ ডিগ্রী সেলসিয়াস। 

রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মোস্তাফিজার রহমান বলেন, বাতাসে আদ্রতা বা জ্বলীয় বাস্প বেশি তাই কনকনে ঠান্ডা বিরাজ করছে। এ ধরনের আবহাওয়া আরও দু-একদিন বিরাজ করবে। তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। সূর্যের আলো পেলে ঠান্ডা কমে যাবে।