রংপুরে একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

রংপুরে একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

এহসানুল হক সুমন :  রংপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হচ্ছে। দিবসের প্রথম প্রহরে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পার্ঘ্য অর্পণ করেন, রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মেহেদুল করিম, রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. ছাফিয়া খানম, মুক্তিযোদ্ধা সংসদ, রংপুর প্রেসক্লাব, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদসহ বিভিন্ন সামাজিক, সাংষ্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দরা। সকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পার্ঘ্য অর্পণ করা হয়। সরকারী-বেসরকারী উদ্যোগে ভাষা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে পালন করা হচ্ছে নানা কর্মসূচী।