রাত পোহালে মাঠে গড়াচ্ছে  মেয়র কাপ টি-টুয়েন্টি’র ফাইনাল

রাত পোহালে মাঠে গড়াচ্ছে  মেয়র কাপ টি-টুয়েন্টি’র ফাইনাল

এহসানুল হক সুমন ♦ মুজিব শতবর্ষ উপলক্ষ্যে রংপুরে মেয়র কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে মঙ্গলবার মুখোমুখি হচ্ছে বেগম রোকেয়া পাওনিয়ার বনাম হাড়িভাঙ্গা কাটার্স।

ফাইনাল খেলাকে ঘিরে রংপুর ক্রিকেট গার্ডেনে সাজ সাজ রব পড়েছে। মাঠের পরিচ্ছন্নতা, পিচ মেরামতসহ সুষ্ঠুভাবে খেলা পরিচালনার সব আয়োজন করেছে আয়োজকরা। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা পুরস্কার বিতরন করবেন। এছাড়া উপস্থিত থাকবেন, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, বিপিএম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ আব্দুল আলীম মাহমুদ, রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, বিসিবি পরিচালক এ্যাড. আনোয়ারুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা।

এছাড়া ফাইনাল খেলায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কোয়াবের প্রেসিডেন্ট নাঈমুর রহমান দূর্জয় এমপি, সাধারণ সম্পাদক দেবব্রত পাল ও ট্রেজারার আহসান উল্লাহ হাসানকে খেলা উপভোগ করতে আমন্ত্রণ জানিয়েছে, ক্রিকেট ওয়েলফেয়ার এসোসিয়েশন (কোয়াব) রংপুর। 

মেয়র কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আলহাজ্ব মোঃ মাহমুদুর রহমান টিটু বলেন, ঝিমিয়ে থাকা ক্রীড়াঙ্গনকে চাঙ্গা করতে প্রথমবারের মত আয়োজন করা মেয়র কাপ টি-টুয়েন্টি টুর্নামেন্ট সফলভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। মঙ্গলবার রংপুর নগরীরসহ আশপাশের এলাকা থেকে ক্রিকেট ভক্ত, অনুরাগীরা মাঠে আসবেন খেলা দেখতে। সকাল ১১ টায় খেলাটি শুরু হবে।