মিয়ানমারে অভ্যুত্থানবিরোধীদের ওপর গুলি, নিহত ৯

মিয়ানমারে অভ্যুত্থানবিরোধীদের ওপর গুলি, নিহত ৯
ছবি: The daily star

নিউজডোর ইন্টারন্যাশনাল ডেস্ক ♦ মিয়ানমারে সেনাবাহিনীর অভ্যুত্থানবিরোধীদের ওপর নিরাপত্তা রক্ষীদের গুলি চালানোর ঘটনা ঘটেছে। এতে করে নয়জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি আজ বুধবার ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে জানিয়েছে রয়টার্স।

মান্দালয় ও মনুয়ায় গুলিতে আহত হয়েছে অনেক বিক্ষোভকারী। মান্দালয়ে দুজন নিহত হয়েছেন। গুলিতে চারজন মারা গেছেন মনুয়ায়। এছাড়াও ইয়াঙ্গুন এবং মিইয়ইগেইনে আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী একজন চিকিৎসক জানান, মান্দালয়ে নিহতদের একজনের বুক ভেদ করে গুলি ঢেকেছে। দ্বিতীয় একজন নারী। ১৯ বছর বয়সী ওই তরুণীর মাথায় গুলি আঘাত পেয়েছে। দুজনই ঘটনাস্থলে মারা যান।

মনুয়ায় একজন উদ্ধারকারী জানিয়েছে, তিনি চারজনের লাশ দেখেছেন। অবশ্য মনুয়া গেজেট নামের এক স্থানীয় সংবাদপত্র নিহতের সংখ্যা ৫ জন বলে উল্লেখ করে। এছাড়াও সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুনে পুলিশের গুলি বর্ষণে অসংখ্য বিক্ষোভকারী আহত হন বলে জানিয়েছে তারা।