মতিঝিলে মোদিবিরোধী বিক্ষোভে ধাওয়া-পাল্টা ধাওয়া

মতিঝিলে মোদিবিরোধী বিক্ষোভে ধাওয়া-পাল্টা ধাওয়া

নিউজডোর ডেস্ক ♦ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধীতা করে রাজধানীর মতিঝিলে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভের এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। এসময় শিশুবক্তা রফিকুলসহ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে মতিঝিল শাপলা চত্ত্বরে যুব অধিকার পরিষদের ব্যানারেএ বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভে অংশ নেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এক পর্যায়ে পুলিশ বাধা দিলে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ওসাউন্ড গেনেড ছোড়ে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। প্রায় ৩০ মিনিট ধরে চলে সংঘর্ষ। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।

বঙ্গবন্ধুর জন্মদিন আর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত ১০ দিনের অনুষ্ঠান “মুজিব চিরন্তন”- তে যোগ দিতে ২৬ মার্চ বাংলাদেশ সফরে আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।