মুক্তিযুদ্ধে প্রথম শহীদ শংকু সমজদারের বাড়িতে জেলা প্রশাসক

মুক্তিযুদ্ধে প্রথম শহীদ শংকু সমজদারের বাড়িতে জেলা প্রশাসক

এহসানুল হক সুমন ♦ মহান মুক্তিযুদ্ধের প্রথম শহীদ শংকু সমজদারের পরিবারের খোঁজ নিয়েছেন রংপুর জেলা প্রশাসক। বুধবার বেলা ১২টায় শংকু’র বাড়িতে গিয়ে তার মা দিপালী সমজদারের সাথে দেখা করেন জেলা প্রশাসক আসিব আহসান। এ সময় খোঁজ-খবর নেয়াসহ আর্থিক সহযোগিতার চেক হস্তান্তর করা হয়।

এতে উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোছাদ্দেক হোসেন বাবলু, অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জুসহ অন্যরা।  

উল্লেখ্য,  ১৯৭১ সালের ৩ মার্চ কারফিউ ভেঙ্গে রংপুরেও হরতাল পালিত হয়। সেই আন্দোলনের বিক্ষোভ মিছিল নগরীর স্টেশন রোডস্থ আলমনগরের দিকে এগিয়ে গেলে এক অবাঙ্গালীর বাড়ি থেকে ছোড়া গুলিতে শহীদ হন ষষ্ঠ শ্রেণি পড়ুয়া শিশু শংকু সমজদার।