ভারত কখনো বাংলাদেশের ওপর দাদাগিড়ি করে না

ভারত কখনো বাংলাদেশের ওপর দাদাগিড়ি করে না
ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী

নিউজডোর ইন্টারন্যাশনাল ডেস্ক ♦ ভারত কখনো বাংলাদেশের ওপর দাদাগিড়ি করে না বলে মন্তব্য করে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, বাংলাদেশ কোন দেশের সঙ্গে কি সম্পর্ক রাখছে তা নিয়ে ভারত চিন্তিত নয়। দিল্লীর একমাত্র চাওয়া- বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কেমন আছে। এই সম্পর্কের উঠানামা থাকতে পারে কিন্তু তা অতীতের যেকোন সময়ের চেয়ে গভীরতম ও বিস্তৃত।

সোমবার (১৫ ফেব্রুয়ারী) জাতীয় প্রেসক্লাবে কুটনৈতিক রিপোর্টারদের সংগঠন (ডিকাব) এর এক মতবিনিময় সভায় অংশ নিয়ে ভারতীয় হাই কমিশনার এ কথা বলেন।

তিস্তা চুক্তি নিয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, তিস্তা চুক্তি না হওয়াটা একটা দুঃখ জনক। তিস্তা নিয়ে আমরা রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে  যাচ্ছি, তাদের কারণে তিস্তা চুক্তি করা সম্ভব হচ্ছে না।

সীমান্ত হত্যা নিয়ে তিনি বলেন, সীমান্তে সব হত্যা বিএসএফ ঘটায় না। এটা রোধ করতে উভয় পক্ষকে সচেষ্ট থাকতে হবে।