বেসরকারি কলেজে থাকছে না অনার্স-মাস্টার্স কোর্স

বেসরকারি কলেজে থাকছে না অনার্স-মাস্টার্স কোর্স
ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

নিউজডোর ডেস্ক ♦ বেসরকারি কলেজগুলোতে থাকছে না আর অনার্স-মাস্টার্স কোর্স। তবে নতুন করে এসব প্রতিষ্ঠান গুলোতে চালু হবে কারিগরি শিক্ষাসহ বিভিন্ন কোর্স।

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমনটাই আভাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ইতিমধ্যে এ ব্যাপারে সরকারের শিক্ষামন্ত্রণালয় কাজ শুরু করেছে।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় করে দিচ্ছেন। কাজেই যারা অনার্স-মাস্টার্স করবেন, বিশ্ববিদ্যালয় থেকে করবেন। আমরা সনদধারী বেকার দেখতে চাই না।

তিনি আরও বলেন, বেসরকারি কলেজে লেখাপড়া করে চাকরি পান না অনেকে। প্রত্যাশা-প্রাপ্তির মধ্যে বিরাট ব্যবধান তৈরি হয়। অভিভাবকদের জন্যেও এটি সুখকর নয়। সন্তানকে পড়ালেন, তাদের একাটি চাকরির প্রত্যাশা থাকে, চাকরি হয় না। কোনও কিছু করবে সেটির প্রয়োজনীয় যোগ্যতা অর্ঝন করতে পারে না। সেসব না্না সমস্যা সমাধানে আমরা উদ্যেগ নিচ্ছি।