বেরোবি ভিসিকে ক্যাম্পাসে ফেরাতে শিক্ষার্থীদের গণস্বাক্ষর কর্মসূচি

বেরোবি ভিসিকে ক্যাম্পাসে ফেরাতে শিক্ষার্থীদের গণস্বাক্ষর কর্মসূচি

বেরোবি প্রতিনিধি ♦ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহর সার্বক্ষণিক উপস্থিতি এবং দুর্নীতির আখড়া খ্যাত ঢাকাস্থ লিয়াজোঁ অফিস বন্ধের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে বেরোবির সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার আজ (২১জানুয়ারি) দুপুর ১২টার সময় থেকে উক্ত কর্মসূচি শিক্ষার্থীরা পালন করে।

শিক্ষার্থীরা বলেন, বিভাগের যোগ্য শিক্ষক থাকা সত্ত্বেও সম্পূর্ণ অবৈধভাবে একাই অনেকগুলো বিভাগের বিভাগীয় দায়িত্ব পালন করছেন ভিসি। তিনি সার্বক্ষণিক ঢাকায় অবস্থান করার কারণে জরুরী বিভিন্ন সময়ে বিভাগীয় প্রধানের স্বাক্ষর নিতে হয়রানির শিকার হচ্ছে শিক্ষার্থীরা।

তারা আর বলেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি কলিমউল্লাহ ১৩০০ দিনের মধ্যে ১১০০ দিনই ক্যাম্পাসে অনুপস্থিত ছিলেন এবং ক্যাম্পাসে না এসে ঢাকার লিয়াজোঁ অফিসে থেকে তিনি একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড করে চলেছেন। অবৈধভাবে বিভাগীয় প্রধান নিয়োগ, শিক্ষক নিয়োগসহ বিভিন্নভাবে শিক্ষক,কর্মকর্তা-কর্মচারিদের হয়রানি করছেন তিনি। একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডের জন্ম দিয়ে তিনি সারাদেশে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করে চলেছেন।