ব্যাংকার্স ক্লাব, রংপুরের উদ্যোগ : শীতে হাসি ফুটলো বিলুপ্ত ছিটমহলের শীর্তাতদের মুখে

ব্যাংকার্স ক্লাব, রংপুরের উদ্যোগ : শীতে হাসি ফুটলো বিলুপ্ত ছিটমহলের শীর্তাতদের মুখে

মোঃ হাসেম আলী ♦ মাঘের তীব্র শীতে কম্বলের উষ্ণতা পেল বিলুপ্ত ছিটমহল দহলা খাগড়াবাড়ির এক হাজার শীর্তাত মানুষ। ব্যাংকার্স ক্লাব, রংপুরের উদ্যোগে শীতবস্ত্র হিসেবে উন্নতমানের কম্বল পেয়ে অকৃত্রিম হাসি ফুটে উঠেছে সমাজের মূল স্রোতধারা থেকে পিছিয়ে থাকা এ জনগোষ্ঠি।

মঙ্গলবার দুপুরে পঞ্চগড় জেলার দেবীগঞ্জের এ বিলুপ্ত ছিটমহলের এনবিএল হাজী লুৎফর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংক রংপুর কার্যালয়ের মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম খান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান, ব্যাংকাস্র্ ক্লাব, রংপুরের সহ-সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান, সোনালী ব্যাংকের জিএম রশিদুল ইসলাম, রাকাবের মোছাদ্দেক হোসেন, অগ্রণী ব্যাংকের মোঃ শামীম উদ্দিন আহমেদ, জনতা ব্যাংকের ডিজিএম মোঃ মিজানুর রহমান, সিটি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সারোয়ার সাঈদ আহমেদ, ইসলামী ব্যাংকের এজিএম আবু ওয়ালীদ চৌধুরী, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপক কামাল হোসেন, ঢাকা ব্যাংকের আ.ন.ম আজম মেহরাব, ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপক আব্দুর রহিম, এসআইবিএলের ব্যবস্থাপক আবু তৈয়ব।