বঙ্গবন্ধু রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

নিউজডোর ডেস্ক ♦ রাজধানী ঢাকাসহ পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোর মধ্যে রেল যোগাযোগ সুবিধা বাড়াতে বঙ্গবন্ধু রেলসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রোববার সকালে  গণভবন থেকে ভার্চুয়ালি এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।খবর ইউএনবির

এসময় প্রধানমন্ত্রী বলেন, উত্তরবঙ্গবাসীর আর্থ সামাজিক উন্নয়নের জন্য এই সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ৩০০ মিটার উজানে নির্মান হচ্ছে ডাবল লেন বঙ্গবন্ধু রেল সেতু। যার দৈর্ঘ্য ৪.৮ কি.মি।

প্রকল্পটি বাস্তবায়ন করবে জাইকা। ২০২৪ সালের আগস্ট মাসের মধ্যে কাজ সমাপ্ত হবে।