প্রবাসী কর্মীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করুন: প্রধানমন্ত্রী

প্রবাসী কর্মীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করুন: প্রধানমন্ত্রী

নিউজডোর ডেস্ক ♦ প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসী কর্মীদের যথাযথ মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ অভিবাসন সংশ্লিষ্ট সংগঠনগুলোকে ভূমিকা পালন করতে নির্দেশ দিয়েছেন।

আজ বুধবার আন্তর্জাতিক অভিবাসন দিবসকে ঘিরে এক অনুষ্ঠানে গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে এ নির্দেশ দেশ প্রধানমন্ত্রী। সূত্র:ইউএনবি’র

প্রধানমন্ত্রী বলেন, “শ্রম অভিবাসনের সঙ্গে যারা জড়িত, রিক্রুটিং এজেন্সি থেকে শুরু করে মন্ত্রণালয় তাদের (শ্রমিকদের) যথাযথ মর্যাদা দিন এবং তাদের যেন কোনও রকম সমস্যা না হয় সেটা নিশ্চিত করুন।

তিনি বলেন, যারা বিদেশ যেতে ইচ্ছুক তাদের জন্য রিক্রটিং এজেন্সি এবং মন্ত্রণালয়কে সবকিছু দেখাশোনা করতে হবে। যারা বিদেশ যেতে চান তাদের কর্মসংস্থান ঠিকমতো হচ্ছে কিনা, তাদের নিরাপত্তা ঠিকমতো আছে কিনা, বিশেষ করে আমাদের মেয়েরা যারা যায় তাদের নিরাপত্তার বিষয়টা সকলকেই লক্ষ্য রাখতে হবে। এক্ষেত্রে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা বিদেশে কর্মী প্রেরণে যে সকল এজেন্সি জড়িত তাদের দায়িত্বশীলতার ভূমিকা পালন করতে হবে।