নর্দান মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আন্দোলন অব্যহত

নর্দান মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আন্দোলন অব্যহত

 স্টাফ রিপোর্টার ♦ মাইগ্রেশনের দাবীতে আন্দোলন অব্যহত রেখেছে রংপুর নর্দান প্রাইভেট মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। রোববার দুপুরে কলেজ প্রাঙ্গন থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে নগরী গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে বঙ্গবন্ধুর ম্যূরালে এসে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা বলেন, অনুমোদনহীন মেডিকেল কলেজে লেখাপড়ার নামে শিক্ষার্থীদের অনিশ্চিত জীবনের দিকে ঠেলে দিচ্ছে নর্দান কর্তৃপক্ষ। আমরা অন্য প্রতিষ্ঠানে লেখাপড়া করতে চাইলে কর্তৃপক্ষ মাইগ্রেশনের ব্যবস্থা করতে টালবাহানা শুরু করেছে। আন্দোলন থামানোর জন্য ভয়-ভীতি দেখানোসহ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে আহত করা হয়েছে। যতদিন পর্যন্ত মাইগ্রেশনের ব্যবস্থা করা হবে না, ততদিন দূর্নীতিবাজ কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে।