নতুন বছরেও রংপুরে চালের বাজার অস্থির

নতুন বছরেও রংপুরে চালের বাজার অস্থির

স্টাফ রিপোর্টার ♦ বছরের শুরুতেও নগরীর বাজারগুলোতে মূল্য কমবেশীর মধ্যে চলছে রংপুরের বিভিন্ন বাজারে সরবরাহ থাকলেও চালের দাম কমছে না লাগামহীন বৃদ্ধি চালের মূল্য কমাতে বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছে ভোক্তারা সবজির মূল্য কমলেও বাজারে চাল তেলের মূল্য বাড়ায় অনেকেই মাথায় হাত দিয়েছেন নগরীতে কাঁচা মরিচের মূল্যও বাড়তি রয়েছে ১শ টাকা কেজিতে বিক্রি হচ্ছে মরিচ

সিটি বাজারসহ বিভিন্ন চাল বাজারের খুচরা ব্যবসায়ীদের দেয়া তথ্য অনুযায়ী, কয়েকদিন আগেও মিনিকেট চাল বিক্রি হয়েছিল কেজি ৫২ টাকা, বর্তমানে কেজি বেড়েছে ৫৪ টাকা নাজিরশাইল চালের দামও কেজিতে বেড়ে ৫৬ থেকে ৫৮ টাকায় বিক্রি হচ্ছে চাল ব্যবসায়ীরা জানান, এক সপ্তাহ ধরে চালের দাম বাড়তি নগরীর মাহিগঞ্জ এলাকার চালের আড়তদার মা চাউল ঘরের পরিচালক মানিক মিয়া জানান, গত সপ্তাহে মিনিকেট (৫০ কেজিবস্তা ছিল ২৫৫০ থেকে ২৫শ টাকা, বর্তমান বাজার মূল্য ২৭০০ টাকা, গত সপ্তাহে বিআর ২৮ ( ৫০ কেজি) বস্তা ছিল ২৪০০ টাকা, বর্তমান বাজার মূল্য ২৬০০ টাকা,

যদিও করোনা ভাইরাসের নতুন ধরনটি এরইমধ্যে ছড়িয়ে পড়েছে ৩২টি দেশে যুক্তরাজ্যে ব্যাপক হারে বেড়েছে করোনার এই নতুন ধরনটির সংক্রমণ পরিস্থিতি মোকাবিলা করতে করোনাজনিত মহামারির শুরুর সময়ে তৈরি করা জরুরি হাসপাতালগুলো পুনরায় চালু করেছে যুক্তরাজ্য ছাড়া লন্ডনে প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ করে দেয়া হয়েছে